অক্ষয়ের মামলা, সুদসহ টাকা ফেরত দিয়ে ‘হেরা ফেরি ৩’ ছাড়ালেন পরেশ রাওয়াল

‘হেরা ফেরি’র নাম উঠলেই চোখের সামনে ভেসে ওঠে তিন মুখ—রাজু, শ্যাম আর বাবু রাও গনপত রাও আপটে। কিন্তু এবার সেই চেনা ত্রয়ীর একটা মুখ বদলে যাচ্ছে।
‘হেরা ফেরি ৩’তে আর দেখা যাবে না বাবু রাও চরিত্রে পরেশ রাওয়ালকে। জনপ্রিয় এই চরিত্রে তাঁকে নিয়ে দর্শকের যে ভালোবাসা, তা উপেক্ষা করার নয়। তবে পরেশ নিজেই সরে দাঁড়িয়েছেন, সেটাও অত্যন্ত পরিণত ও সম্মানজনক উপায়ে।
ভারতীয় একাধিক গণমাধ্যমের খবর, প্রযোজনা সংস্থার কাছ থেকে নেওয়া ১১ লাখ রুপির অগ্রিম ফেরত দিয়েছেন তিনি, শুধু তা–ই নয়, যুক্ত করেছেন প্রতি বছরের ১৫ শতাংশ হারে সুদ এবং অতিরিক্ত ক্ষতিপূরণও। যাতে কোম্পানির আর্থিক ক্ষতি না হয়, সেটাই ছিল তাঁর মূল লক্ষ্য।
জানা গেছে, পরেশের পারিশ্রমিক ঠিক হয়েছিল ১৫ কোটি রুপি, যার মধ্যে অগ্রিম হিসেবে ছিল এই ১১ লাখ। চুক্তি অনুযায়ী, বাকি টাকা (প্রায় ১৪ কোটি ৮৯ লাখ) তিনি পেতেন সিনেমার মুক্তির পর। কিন্তু শুটিং শুরু হতে ২০২৬ পর্যন্ত দেরি, মুক্তিও ধরা আছে ২০২৬ সালের শেষ বা ২০২৭ সালের শুরুতে। এত দীর্ঘ সময় অপেক্ষা করতে রাজি হননি বর্ষীয়ান এই অভিনেতা।
পরেশ রাওয়াল এই সিদ্ধান্তের পর অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা ২৫ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা করেছিল। তবে সুদসহ অর্থ ফেরতের পর আপাতত সেই ঝামেলা মিটে গেছে বলে মনে করা হচ্ছে।