শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা

৪১তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হচ্ছে আগামীকাল ২৫ জানুয়ারি থেকে, যা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন সাজানো হয়েছে দিনাজপুরের বিখ্যাত কান্তজির মন্দিরের আদলে।
মেলার প্রস্তুতি নিয়ে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-দূতাবাসের প্রধান প্রেস সচিব মোফাকখারুল ইকবাল জানান, মোট তি হাজার ৫০০ স্কয়ার ফুট জায়গাজুড়ে স্থাপিত বাংলাদেশ প্যাভিলিয়ন নির্মিত হচ্ছে কান্তজির মন্দিরের আদলে। এই প্যাভিলিয়নের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য, কৃষ্টি এবং সংস্কৃতিকে দর্শকের সামনে তুলে ধরা হবে।
এ বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলার বাংলাদেশ প্যাভিলিয়নে বেসরকারি প্রায় ২৬টি বইয়ের স্টল থাকবে। সরকারি স্টল থাকবে প্রায় পাঁচটি। বাংলাদেশের নামীদামি বিভিন্ন প্রকাশনী প্রতিবছরের মতো এ বছরও অংশ নিচ্ছে কলকাতা বইমেলায়। বাংলাদেশের বিভিন্ন লেখক-লেখিকার বই পাওয়া যাবে এসব স্টলে। প্রতিবছরই বাংলাদেশ প্যাভিলিয়ন ঘিরে বাংলাদেশি লেখক-লেখিকাদের বইয়ের যে চাহিদা থাকে, এ বছরও তার ব্যতিক্রম ঘটবে না বলে আশা প্রকাশ করেছেন কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-দূতাবাসের প্রধান প্রেস সচিব মোফাকখারুল ইকবাল। তিনি বলেন, ‘উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ প্যাভিলিয়নে উপস্থিত থাকবেন বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিরা।’