মোস্তফা কামালের নতুন বই ‘অগ্নিকন্যা’

মোস্তফা কামাল কখনো উপন্যাস লিখেছেন, কখনো রম্য, কখনো সায়েন্স ফিকশন। সাহিত্যের নানা শাখায় আড়াই দশক ধরে তাঁর বিচরণ। সম্প্রতি তিনি রচনা করেছেন ইতিহাস ভিত্তিক উপন্যাস ‘অগ্নিকন্যা’। এবারের বইমেলায় বইটি প্রকাশ করছে পার্ল পাবলিকেশন্স।
‘অগ্নিকন্যা’ প্রতীকী নাম। ১৯৪৭ থেকে ১৯৬৬ সালের মধ্যে ঘটে যাওয়া দেশভাগের জটিল অঙ্ক ফুটে উঠেছে। বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা।
‘অগ্নিকন্যা’ ছাড়াও বইমেলায় মোস্তফা কামালের আরো একটি বই প্রকাশিত হচ্ছে। প্রেমের উপন্যাসটির নাম ‘রূপবতী’। এটি প্রকাশ করছে অন্যপ্রকাশ। তাঁর লেখা ‘প্রিন্স উইলিয়ামের আংটির খোঁজে’ নামের কিশোর গোয়েন্দা উপন্যাস প্রকাশ করছে অনন্যা। এটির প্রচ্ছদও এঁকেছেন ধ্রুব এষ। দাম রাখা হয়েছে ১৫০ টাকা। এ ছাড়াও মেলায় থাকছে তাঁর লেখা ‘কিছু হাসি কিছু রম্য’ নামের বইটি। প্রকাশ করেছে অনন্যা। মূল্য রাখা হয়েছে ১৬০ টাকা।