নতুন বই
মৌলির ‘রক্তজবাদের কেউ ভালোবাসেনি’

এ বছর বাংলা একাডেমি বইমেলায় প্রথম দিনেই মেলায় আসছে মৌলি আজাদের গল্পের বই ‘রক্তজবাদের কেউ ভালোবাসেনি’।
‘রক্তজবাদের কেউ ভালোবাসেনি’ একটি দীর্ঘ গল্প। কিন্তু কারা এই রক্তজবা? কেনই বা তারা মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত? মানুষের ভালোবাসা না পাওয়াই কি তাদের হৃদয়ের একমাত্র যন্ত্রণা? সমাজের কোন অধিকারটাই বা পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারছে রক্তজবারা? জীবনের অনিবার্য-আকাঙ্ক্ষিত যেসব অধিকার মানুষের, আদৌ কি রক্তজবাদের কাছে সেইসব অধিকার চেনা? অপ্রাপ্তি আর বঞ্চনাকে কি রক্তজবারা নিজেদের কপাললিখন বলেই মেনে নিয়েছে? আর রক্তজবাদের চারপাশের নিজ স্বার্থের খোঁপে বন্দি মানুষগুলো বুকে হাত দিয়ে বলতে পারে কি, ভাবছি আমরা তাদের কথা? আর তাই এই দীর্ঘ গল্পের অনেক রক্তজবার মধ্যে একজন রক্তজবা সালেহার মুখ দিয়েই বের হয়ে যায় সব রক্তজবার ভেতরে জমে থাকা পেঁজা তুলার মতো পুঞ্জীভূত ক্ষোভ ।
বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী।