নতুন বই
কমলের ছড়ার বই ‘রবির পাখি’

একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হচ্ছে তরুণ লেখক ও সংবাদকর্মী রবিউল কমলের প্রথম ছড়ার বই ‘রবির পাখি’। এটি একটি শিশুতোষ ছড়ার বই। বইটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী। বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন মামুন হোসাইন। বইটিতে মোট ১৪টি ছড়া রয়েছে।
প্রথম বই প্রকাশের অনুভূতি প্রকাশ করে রবিউল কমল বলেন, ‘প্রথম বই প্রকাশ হওয়ায় আমার খুব ভালো লাগছে। এই ভালোলাগা আসলে ভাষায় প্রকাশ করে বোঝানো সম্ভব নয়।’
বইমেলা নিয়ে তিনি বলেন, ‘আমি সারা বছর বইমেলার জন্য অপেক্ষা করি। কারণ, বইমেলাটা নিছক বই বেচাকেনার মেলা নয়। এই মেলার সঙ্গে আমাদের অস্তিত্বের সম্পর্ক রয়েছে। এই মেলাকে আমরা বলি প্রাণের মেলা। বাংলা-বাঙালি-বাংলাদেশ এই তিনকে মিলিয়ে দিয়েছে আমাদের বইমেলা।’
রবিউল কমল আরো বলেন, ‘বইমেলা আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনাকে জাগ্রত করে। আমার কাছে বইমেলাকে আসলে বর্ণমালার উৎসব মনে হয়। যে বর্ণমালার সঙ্গে মিশে আছে আমার শৈশব, আমার কৈশোর।’