নতুন বই
সালাহ উদ্দিনের ‘সার্কাসসুন্দরী’

‘সার্কাসসুন্দরী’ সালাহ উদ্দিন মাহমুদের প্রথম গল্পগ্রন্থ। ২০০৬ সাল থেকে গল্প প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনবার সুনীল সাহিত্য পুরস্কার লাভ করায় গল্পের প্রতি তাঁর আগ্রহটা প্রবল হয়। কবিতা লিখলেও গল্প, প্রবন্ধ ও নাটকের প্রতি টান বেশি অনুভূত হয়। ২০০৩ সালে প্রথম লেখা প্রকাশের দীর্ঘ এক যুগ পর গ্রন্থাকারে প্রকাশের বাসনা এবার আলোর মুখ দেখছে।
‘সার্কাসসুন্দরী’ গল্পগ্রন্থে ১৩টি গল্প স্থান পেয়েছে। গল্পগুলো হচ্ছে—মাহিনের ইচ্ছেগুলো, ক্ষত, মিথিলা এখনো কানামাছি খেলে, বাসর রাতে বেড়াল বৃত্তান্ত, যুবতী এবং চাঅলা, কাশফুল, মাউছ্যা ভূত, হাক্কা, মাঝরাতে কবির সঙ্গে, অন্তহীন, সার্কাসসুন্দরী প্রভৃতি।
গল্পগুলো ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে লেখা হয়েছে। সব গল্পই বিভিন্ন পত্রিকা বা অনলাইনে প্রকাশিত। পাঠকের সুবিধার্থে গল্পগুলো একত্র করার চেষ্টা করা হয়েছে। গল্পগুলো সমসাময়িক সমস্যা, প্রেম, প্রতারণা, অবক্ষয় প্রভৃতি বিষয় নিয়ে আবর্তিত হয়েছে। সহজ-সাবলীল ভাষায় লেখা গল্পগুলো সব শ্রেণির পাঠকের বোধগম্য হবে সহজেই।
বইটি প্রকাশ করেছে দোয়েল প্রকাশনী, প্রচ্ছদ করেছেন আল নোমান। বইটির মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।