নতুন বই
রুবেলের ‘ভূতের রাজ্য’

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে লেখক ও গণমাধ্যমকর্মী মাইদুর রহমান রুবেলের ভৌতিক গ্রন্থ ‘ভূতের রাজ্য’। শিশু-কিশোরদের জন্য লেখা বইটি প্রকাশ করেছে ইতি প্রকাশন।
বইটি প্রসঙ্গে মাইদুর রহমান রুবেল বলেন, ‘ভূতের অস্তিত্ব অদৌ আছে কি নাই তা নিয়ে রয়েছে অনেক বিতর্ক। আধুনিক বিজ্ঞানে ভূত-প্রেত কিংবা অশরীরির অস্তিত্ব সমর্থন না করলেও এ নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। কারো কারো মতে মানুষের অতৃপ্ত আত্মারাই ভূত হয়ে পৃথিবীতে ফিরে আসে। খারাপ আত্মাদের উপস্থিতি যতটা পরিলক্ষিত হয় ভালো আত্মাদের সেরকম খোঁজ পাওয়া যায় না। ভূতের রাজ্যের এই বইতে তেমনি নয়টি গল্প রয়েছে। ভালো ভূত, মন্দ ভূত কিংবা অদ্ভুত সব ভূতেদের নিয়ে রয়েছে গল্প। রূপকথা কিংবা ভূতদের বিষয় সবচে বেশি পুলকিত করে শিশুদের। তাই শিশুদের কথা মাথায় রেখেই লেখা হয়েছে এই বইয়ের গল্পগুলো। গল্পগুলোতে বিনোদনের পাশাপাশি রয়েছে শিক্ষামূলক তথ্য। আশা করি প্রতিটি গল্পই রোমাঞ্চিত করবে কোমলমতি শিশুদের।’
‘ভূতের রাজ্যে’ বইয়ের গল্পগুলো হলো- ‘ভূত সঙ্গী’, ‘ ভূতের রাজ্য’, ‘ ভূতের আইসক্রিম’, ‘হোম টিউটর’, ‘মিষ্টি ভূত’, ‘দুর্দান্ত ৬ পেত্নী’, ‘পিচ্চি ভূতের কাণ্ড’, ‘৬৯ ভূতের গলি’, ‘ ভূতের মেজো পুত’। প্রতিটি গল্পের সঙ্গে রয়েছে নজরকাড়া ভূতের ছবি। বইটির মূল্য রাখা হয়েছে ১২৫ টাকা।
এর আগে ২০১১ সালে মাইদুর রহমান রুবেলের প্রথম ছোট গল্পের বই ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ ২০১৬ সালে ‘টেলিভিশন সংবাদ ও সাংবাদিকতা’ এবং ‘হন্টেড এক্সক্লুসিভ’ প্রতিভা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছিল। এ ছাড়া সাহিত্যের কাগজ ‘কালস্রোত’ এবং সম্পূর্ণ ভূত বিষয়ক পত্রিকা ‘ভূত ডট কম’-এর সম্পাদক মাইদুর রহমান রুবেল।