মৃদুলের রাজনৈতিক ব্যঙ্গ ছড়া সংকলন

ছড়াকার মৃদুল আহমেদের রাজনৈতিক ব্যঙ্গ ছড়া সংকলন গ্রন্থের নামটিও অনন্য—‘সমস্যাডা শুধুই জাফর ইকবালে’। ছড়াকার গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে মুহম্মদ জাফর ইকবালকেই। গ্রন্থটির প্রচ্ছদ ও চমৎকার অলংকরণ করেছেন প্রচ্ছদশিল্পী মামুন হোসাইন।
এ গ্রন্থের অধিকাংশ ছড়াই বিভিন্ন রাজনৈতিক ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে সচলায়তন ব্লগ ও ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রতিটি ছড়ার সঙ্গে রচনার তারিখ ও প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে টিকা হিসেবে চমৎকার বর্ণনার মাধ্যমে। মোট ৪৮ পৃষ্ঠায় লিপিবদ্ধ হয়েছে ৩৫টি রাজনৈতিক ছড়া ও তার চমৎকার অলংকরণ, যা যেকোনো সচেতন পাঠককে পেছনে ফেলে আসা রাজনৈতিক ইস্যুগুলো মনে করিয়ে দেবে অনন্য রসবোধ ও চিন্তার কশাঘাতে।
মৃদুল আহমেদের ছড়ায় স্থান পেয়েছে শাহবাগ আন্দোলন, মজার ইস্কুল, যুদ্ধাপরাধী সাকা, জুলহাস মান্নান, নাজিমুদ্দিনসহ অনেক ব্যক্তি ও বিষয়। এটি শুধু একটি ছড়াগ্রন্থই নয়, বরং ছড়ার শক্তিতে ইতিহাসকে ধরে রাখার একটি অনন্য প্রয়াসও।
মৃদুল আহমেদের রাজনৈতিক ব্যঙ্গ ছড়া সংকলন ‘সমস্যাডা শুধুই জাফর ইকবালে’ প্রকাশ করেছে বাংলা কবিতা প্রকাশন। বইমেলায় এই প্রকাশন লিটল ম্যাগ চত্বর, বাংলা একাডেমিতে। স্টল নং-২৭। ৪৮ পৃষ্ঠার ছড়া গ্রন্থটির মুদ্রিত মূল্য ১৩৫ টাকা।