নতুন বই
মারুফ রায়হানের দুটি নতুন বই

বইমেলায় এসেছে মারুফ রায়হানের দুটি নতুন বই। একটি কবিতার বই ‘হাসছে আরোগ্যসদন’ (মিজান পাবলিশার্স, প্রচ্ছদ সোহেল আশরাফ, মূল্য ১০০ টাকা) ও প্রবন্ধগ্রন্থ ‘ধ্বনি আর ধ্যানী’ (চিত্রা প্রকাশনী, প্রচ্ছদ রাকীব হাসান, মূল্য ২০০ টাকা)।
কবিতার বইয়ে অলংকরণ রয়েছে ফারহানা শিফার। সমকালীন বাংলাদেশের প্রতিকৃতি কবিতায় চিত্রিত হলেও গ্রন্থের মূল সুর প্রেম ও জীবনের বহুবর্ণিলতা এবং অবাক অনুষঙ্গ। কবি রফিক আজাদ ও ভাস্কর নভেরাকে নিবেদিত উচ্চারণ হৃদয় ছুঁয়ে যাওয়ার মতোই। রয়েছে উগ্রপন্থীদের হাতে নিহত অভিজিৎ ও দীপনকে নিয়ে আবেগময় দ্রোহী উচ্চারণ। প্রচলিত সবকটি ছন্দেই লিখিত হয়েছে কবিতামালা।
যেকোনো লেখা শব্দের সমাহার হলেও সব রচনাই গভীর ধ্বনি তোলে না। সত্যিকারের ধ্যানী সাহিত্যিকের রচনা পাঠক-মননে গহন-গহিন অভিঘাত রেখে যায়। বাংলা সাহিত্যের কজন ধ্যানী স্রষ্টার অবদানকে সপ্রেমে বুঝে নিতে চেয়েছেন গ্রন্থকার ‘ধ্বনি আর ধ্যানী’ গ্রন্থে। তিন চিরকালীন—রবীন্দ্রনাথ, নজরুল ও জীবনানন্দ আলোচিত হয়েছেন বইয়ের শুরুতেই। দুই সর্বংসহা মানিক বন্দ্যোপাধ্যায় ও মহাশ্বেতা দেবীর সৃষ্টির আলো কীভাবে ভেদ করে গেছে সমকালের অন্ধকারকে, রয়েছে তার বিশ্লেষণ।
যদিও গ্রন্থে শেষাবধি কবি ও কবিতাই পেয়েছে বিশেষ গুরুত্ব ও গৌরব। সমকালীন আধুনিক কবিতার প্রাণপুরুষ আবুল হোসেন, শামসুর রাহমান, শহীদ কাদরী, সৈয়দ শামসুল হকসহ অনেকেরই কবিতাসুধা সার্বিক অনুধাবনের প্রয়াস লক্ষণীয়। জন্মশতবর্ষে সমর সেনের কবিতার দিকেও ফিরে তাকানোর প্রয়োজন উপেক্ষিত হয়নি। ছন্দে-বর্ণে-উচ্চারণে ইতিহাসের মহানায়ক শেখ মুজিবের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন বইয়ের অপর দিক। গ্রন্থটি পাঠককে কবিতা ও কথাশিল্পের শক্তি শনাক্তকরণে সাহায্য করবে।
পাশাপাশি সাহিত্যের উচ্চ রুচি ও মান সম্পর্কেও স্বচ্ছ ধারণা দেবে। বাংলার দুই আশ্চর্য ঋতু শরৎ আর শীত বাংলা সাহিত্যে কী অনপনেয় চিহ্ন রেখে গেছে, তারও সুলুকসন্ধানের চেষ্টা সুখপাঠ্য। ব্যক্তিগত কটি লেখা রয়েছে বইয়ে, যেগুলো প্রকৃতার্থে ব্যক্তিমানুষের ঊর্ধ্বে। সব মিলিয়ে সাহিত্যরসলোভী পাঠকের জন্য এই গ্রন্থ এক অপার প্রগাঢ় আনন্দ-অভিজ্ঞতা।
মারুফ রায়হান প্রধানত কবিতাই লেখেন। প্রকাশিত হয়েছে ১৭টি কবিতাগ্রন্থ। গুণীজনদের জীবন নিয়ে লিখেছেন বেশ কিছু বই। সাক্ষাৎকারমূলক গ্রন্থ আছে দুটি। প্রবন্ধের বই চারটি। একটি উপন্যাস (রানী ও কেরানি) বেরিয়েছে, আরেকটি (সোহাগপুর) প্রকাশের অপেক্ষায়।