নতুন বই
শাম্মী তুলতুলের দ্বিতীয় উপন্যাস ‘পদ্মবু’

বইমেলায় এসেছে শাম্মী তুলতুলের উপন্যাস ‘পদ্মবু’। একটি বাল্যবিবাহের ওপর লেখা নারীর প্রতি সামাজিক, পারিবারিক ও মানসিক চাপ এবং অহেতুক ফতোয়া দিয়ে বিভ্রান্ত করা নিয়ে লেখা উপন্যাস ‘পদ্মবু’। এটি প্রকাশিত হয়েছে অনিন্দ্য প্রকাশ থেকে। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। দাম ১৫০ টাকা। তা ছাড়া শিশু-কিশোরদের জন্য আরো দুটো বই বের হচ্ছে তাঁর।
শাম্মী তুলতুল দেশের জাতীয় দৈনিক ও দেশের বাইরের প্রথম সারির পত্রিকাগুলোতে দীর্ঘ এক যুগ ধরে লেখালেখি করে শীর্ষে আছেন। ২০১৬ সালে বের হয় তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘চোরাবালির বাসিন্দা’ ও ছোটদের বই ‘গণিত মামার চামচ রহস্য’।
বইমেলা ছাড়াও পাওয়া যাবে অনলাইন বইয়ের বাজার রকমারি ডটকম ও বই পোকা ডটকমে।