নতুন বই
তারকাদের ইয়ে এবং বিয়ে

একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ বিনোদন সাংবাদিক সাইমুম সাদের প্রথম বই ‘তারকাদের ইয়ে এবং বিয়ে’। বাংলাদেশের ছয় জোড়া তারকার প্রেমকাহিনী ও সংসারের গল্প নিয়ে সাজানো হয়েছে বইটি।
বইয়ে থাকছে তারকা অভিনয়শিল্পী মৌসুমী-ওমর সানী, হিল্লোল-নওশীন, মাহিয়া মাহি-পারভেজ মাহমুদ, শাহেদ আলী-দীপা খন্দকার, মোশাররফ করিম-জুঁই করিম ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী-তিশার প্রেম পর্ব ও সংসারবৃত্তান্ত।
বইটি প্রকাশ করেছে কালো প্রকাশনী। বইমেলায় পাওয়া যাবে গতি প্রকাশনীর স্টলে।