নতুন বই
ইশতিয়াক হাসানের শিকার কাহিনী ‘নীলগিরির আতঙ্ক’

বিখ্যাত শিকারী কেনেথ এন্ডারসনের শিকার কাহিনী পাঠকদের সবসময়ই পছন্দ। এবার তাঁর পাঁচটি জমজমাট শিকার কাহিনি রূপান্তর করেছেন ইশতিয়াক হাসান ‘নীলগিরির আতঙ্ক’ বইয়ে। বইটি প্রকাশ করেছে সংস্থা ঐতিহ্য। মেলায় স্টল নম্বর ৪৩০, ৪৩১ ও ৪৩২। এবার বইটি থেকে কয়েকটি কাহিনী সংক্ষেপে তুলে ধরা হলো
নীলগিরির পাদদেশে ঘুরে বেড়ায় মানুষখেকো এক বাঘ। আর এখানের কলা বাগানে আস্তানা গেড়েছে এক সাধু। হঠাৎ দেখা যায় বাঘটা আসছে, তারপরই ওটা মিলিয়ে গিয়ে বদলে দেখা যায় সাধুকে। দুজনে কী তবে একই। মহা ফাঁপড়ে পড়লেন কেনেথ এন্ডারসন। সাধারণ একটা চিতাবাঘ ওটা। মুরগী, ছাগল আর গরু-বাছুর পর্যন্তই ছিল দৌড়। কিন্তু হঠাৎ কি যে হলো ওটার, মানুষ মারতে শুরু করল। এখন?
এদিকে বিশাল এক বাঘের পিছু নিলেন এন্ডারসনের বন্ধু এক ওলন্দাজ খোঁড়া শিকারি। বাঘটার স্বভাব অদ্ভূত। যুবতী বাঘিনী দেখলেই মেরে খেয়ে ফেলে। তারপর এক রাতে খোঁড়া শিকারি মুখোমুখি হলেন আশ্চর্য এক অভিজ্ঞতার। বইটতে আরো পাবেন দুর্ধর্ষ, বেপরোয়া বাঘ আর ধূর্ত চিতা শিকারের আরো কয়েকটি চমৎকার কাহিনী। ‘নীলগিরির আতঙ্ক’ পড়লে আজ থেকে ষাট-সত্তর বছর কিংবা তারও আগের ভারতীয় জঙ্গল সম্পর্কে চমৎকার একটি ধারণা পাবেন পাঠকরা।