নতুন বই
বরেণ্য লেখকদের প্রথম বই প্রকাশের গল্প

‘একজন লেখকের প্রথম বই প্রকাশিত হওয়ার সঙ্গে শুধু আনন্দ-উচ্ছ্বাসের আবেগই জড়িত থাকে না। বরং বলা যায় এই প্রকাশেই থাকে লেখকের প্রথম আত্মপ্রকাশ, নির্দেশিত হয় তার জন্য নির্ধারিত স্বগতি পথটি, যা ক্রমে প্রস্ফূটিত করে তাঁর লেখক-ব্যক্তিত্বের বৈশিষ্ট্যকে’- স্বাধীনতা উত্তর কালের বাংলাদেশের একজন খ্যাতনামা গল্পকার ও ঔপন্যাসিক রিজিয়া রহমান তাঁর প্রথম বই প্রকাশের গল্পে এ কথা বলেন।
যেকোনো লেখকের জন্যই প্রথম বই প্রকাশের অভিজ্ঞতাটি গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় ঘটনা। একজন লেখকের জীবনে শত শত বই প্রকাশ হতে পারে। কিন্তু প্রথম বইটি প্রকাশ করতে গিয়ে লেখকের অর্জিত আনন্দ-বেদনার মুহূর্তগুলো কোনোভাবেই মুছে যায় না। কথাশিল্পী নাসরিন জাহান বলেছেন, তাঁর প্রথম বইটি দেখার জন্য তিনি সিলেট থেকে ঢাকায় বিমানে ছুটে গিয়েছিলেন। আর সেটি ছিল তাঁর জীবনে প্রথম আকাশে উড়া। প্রথম বই বলেই তিনি এতটা আবেগ নিয়ে ছুটে গিয়েছিলেন।
অতীতে বই প্রকাশ একটি কঠিন কাজ ছিল। কিন্তু বর্তমান ডিজিটাল যুগে এ বিষয়টি আর আগের মতো নেই। বই প্রকাশের জন্য রয়েছে বিভিন্ন প্রেস ও প্রকাশনা সংস্থা। অর্থের বিনিময়ে খুব সহজেই বই প্রকাশ করে দেয়। একটা সময় এমন ছিল যে, বই প্রকাশের জন্য প্রকাশক খুঁজে পাওয়া যেত না। হাতেগোনা কয়েকজন প্রকাশকের পেছনে পাণ্ডুলিপি নিয়ে ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয়ে যেত। শত কাঠখড় পুড়িয়ে প্রথম বইটি প্রকাশ হওয়ার পর লেখকের আনন্দের সীমা-পরিসীমা থাকত না।
মুহাম্মদ মহিউদ্দিন সম্পাদিত ‘বরেণ্য লেখকদের প্রথম বই প্রকাশের গল্প’ গ্রন্থের প্রথম খণ্ডে ২০ জন খ্যাতিমান লেখকের প্রথম বইটি প্রকাশের আনন্দ-বেদনার চিত্র ঐতিহাসিক দলিল হিসেবে লিপিবদ্ধ হয়েছে। এতে উঠে এসেছে তাঁদের সমসাময়িক শিল্প-সাহিত্য চর্চা, পরিধি, প্রতিবন্ধকতা, ইতিহাস ও প্রকাশনা শিল্পের নানান চিত্র। গ্রন্থটি নবীন লেখকদের লেখালেখিতে পথ নির্দেশ করবে।
বাংলাদেশের যেসব বরেণ্য লেখকের প্রথম বই প্রকাশের গল্প এই গ্রন্থটিতে স্থান পেয়েছে তাঁরা হলেন- রাবেয়া খাতুন, সিরাজুল ইসলাম চৌধুরী, আল মাহমুদ, হাসান আজিজুল হক, হাসনাত আব্দুল হাই, রিজিয়া রহমান, রফিক আনোয়ার, সালেহা চৌধুরী, সাযযাদ কাদির, সেলিনা হোসেন, সৈয়দ মনজুরুল ইসলাম, মোহীত উল আলম, হরিশংকর জলদাস, রফিকুর রশীদ, ফারুক মঈনউদ্দীন, খন্দকার মাহমুদুল হাসান, জাকির তালুকদার, আনিসুল হক, নাসরিন জাহান, মুহাম্মদ মহিউদ্দিন। ‘বরেণ্য লেখকদের প্রথম বই প্রকাশের গল্প’ গ্রন্থটি পাওয়া যাচ্ছে একুশে গ্রন্থমেলার লিটলম্যাগ চত্বরে।