হিরানি-আমির জুটি এবার বায়োপিকে

১১ বছর পর আবার একসঙ্গে পর্দায় ফিরছেন বলিউডের জনপ্রিয় জুটি—আমির খান ও রাজকুমার হিরানি। ভারতের সিনেমার জনক দাদাসাহেব ফালকের জীবনের ওপর নির্মিত একটি বায়োপিকে কাজ করছেন তাঁরা।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চলতি বছরের অক্টোবরে শুরু হবে সিনেমাটির শুটিং। ‘থ্রি ইডিয়টস’ (২০০৯) ও ‘পিকে’ (২০১৪) এর পর আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তাঁরা, যা সিনেমাপ্রেমীদের জন্য নিঃসন্দেহে এক বড় খুশির খবর।
সিনেমাটি বলবে দাদাসাহেব ফালকের সংগ্রামের গল্প—কীভাবে তিনি শূন্য থেকে শুরু করে গড়ে তুলেছিলেন বিশ্বের অন্যতম বৃহৎ সিনেমাশিল্পের ভিত্তি। নির্মিত হবে ভারতের স্বাধীনতাসংগ্রামের পটভূমিতে, যেখানে উঠে আসবে তাঁর অবদান ও স্বপ্ন বাস্তবের পথে হাঁটার ইতিহাস।
জানা গেছে, ‘সিতারে জমিন পার’ মুক্তির পর আমির খান নতুন এই সিনেমার প্রস্তুতি শুরু করবেন।
এই বায়োপিকের চিত্রনাট্য তৈরি করতে সময় লেগেছে চার বছর। চিত্রনাট্যে কাজ করেছেন রাজকুমার হিরানি, তাঁর দীর্ঘদিনের সহযোগী অভিজাত যোশী, এবং লেখক হিন্দুকুশ ভারতবংশী ও অবিষ্কার ভারতবংশী।
সিনেমার সময়কাল ও ঐতিহাসিক আবহকে বাস্তবভাবে ফুটিয়ে তুলতে লস অ্যাঞ্জেলেসের ভিএফএক্স স্টুডিওগুলো এর ভিজ্যুয়াল অংশে কাজ করবে।
বলিউডে জীবনীভিত্তিক যেসব কাজ নিয়ে আলোচনার ঝড় ওঠে, এটি হতে পারে ঠিক তেমনই একটি সিনেমা—যেখানে একদিকে ইতিহাস, অন্যদিকে আমির-হিরানির পরীক্ষিত ম্যাজিক।