নতুন বই
বইমেলায় মীমের দুটি বই

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক মীম নোশিন নাওয়াল খানের নতুন বই ‘পড়শি’ ও ‘পুতুলের ইস্কুল ব্যাগ’। ‘পুতুলের ইস্কুল ব্যাগ’ একটি শিশু-কিশোর গল্পগ্রন্থ এবং ‘পড়শি’ মীমের কিশোর উপন্যাস। শিশুসাহিত্যে অবদান রেখে চারবার ইউনিসেফ কর্তৃক প্রদত্ত মীনা মিডিয়া অ্যাওয়ার্ডপ্রাপ্ত মীম তাঁর নতুন বই দুটিতে ফুটিয়ে তুলেছেন শিশু অধিকার, শিশু-কিশোর মনস্তত্ত্বসহ নানা বিষয়।
‘পড়শি’ বইটির প্রচ্ছদ করেছেন রাগীব আহসান। বইটি বিদ্যাপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে । বইটির মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। এক পশুপাখিপ্রেমী কিশোরের পশুপাখির জগৎ ও জীবজন্তুর প্রতি ভালোবাসার গল্প নিয়ে গড়ে উঠেছে ‘পড়শি’ নামে কিশোর উপন্যাসের কাহিনী। মূলত একটি বিড়ালকে ঘিরে বইটির কাহিনী আবর্তিত হয়েছে। ভিন্নধর্মী এ বিষয়ের মাধ্যমে লেখায় খুব যত্ন নিয়ে ফুটিয়ে তোলা হয়েছে কিশোর মনস্তত্ত্বের নানা দিক।
মীমের শিশু-কিশোর গল্পগ্রন্থ ‘পুতুলের ইস্কুল ব্যাগ’ প্রকাশ করেছে সাহস পাবলিকেশন্স। বইটিতে ১৪টি গল্প রয়েছে। বইয়ের গল্পগুলো হলো ‘অপেক্ষা’, ‘ আইসক্রিম’, ‘আবরারের স্কুল ব্যাগ’, ‘আয়ানের রেজাল্ট’, ‘উপহার’, ‘তিশির বইমেলা’, ‘পুতুলের ঈদ’, ‘বান্ধবী’, ‘বেলি ফুলের মা’, ‘মাসুদ ও সামিনের নতুন বই’, ‘রেহানার জন্য’, ‘ স্বাধীনতা’, ‘সুমনের স্বপ্ন ও হনুমানটা ও মা’।
অল্প বয়সেই শিশুসাহিত্যে প্রশংসা কুড়ানো মীম এই বইটিতেও তাঁর দক্ষতার পরিচয় দিয়েছেন। বইয়ের প্রতিটি গল্পই আকর্ষণীয় ও ভিন্ন স্বাদের, যা পাঠকের মন জয় করবে। বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। বইটির মূল্য রাখা হয়েছে ১৩৫ টাকা।