নতুন বই
বইমেলায় মনিরুল ইসলাম মনির ‘ছড়ায় ছড়ায় পাখি’

এবার অমর একুশে গ্রন্থ মেলায় আসছে তরুণ কবি ও সাংবাদিক মনিরুল ইসলাম মনির শিশুতোষ কবিতার বই ‘ছড়ায় ছড়ায় পাখি’। এবারের অমর একুশে গ্রন্থ মেলায় সময় প্রকাশন থেকে বের হচ্ছে শিশুতোষ এই ছড়ার বইটি।
বইটি সম্পর্কে তরুণ এই লেখক বলেন, ‘বইটিতে মূলত বাচ্চাদের সঙ্গে আমাদের দেশীয় পাখির পরিচয় করানো হয়েছে। যেন বাচ্চারা বইটি পড়ে কোন পাখি কী রকম, তার স্বভাব কেমন? তা সহজেই জানতে বা চিনতে পারবে। কারণ আমাদের দেশের পরিবেশে পাখি বেশ দুর্লভ হয়ে গেছে বললেই চলে।
লেখক আরো বলেন, বাচ্চারা অনেকেই চেনেই না আমাদের দেশীয় পাখিগুলো দেখতে কেমন? কোন পাখির কী স্বভাব? এসব বিষয় মাথায় রেখেই পাখির ছবিসহ ছড়ার মাধ্যমে পরিচিতি দেওয়া হয়েছে বইটিতে।
নিপুন কুণ্ডুর অলঙ্করণে তরুণ ছড়াকার ও সাংবাদিক মনিরুল ইসলাম মনির লেখা শিশুতোষ এই ছড়ার বইটি আগামী ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) ছুটির এই দিন থেকে পাওয়া যাবে সময় প্রকাশনে, প্যাভিলিয়ন নং ২।