নতুন বই
জাকারিয়া পলাশের ‘কাশ্মীর : ইতিহাস ও রাজনীতি ’

‘কাশ্মীর : ইতিহাস ও রাজনীতি’ শীর্ষক গ্রন্থটি লিখেছেন সাংবাদিক ও গবেষক জাকারিয়া পলাশ। দক্ষিণ এশিয়া ফাউন্ডেশনের স্কলার হিসেবে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে এমএ অধ্যয়নকালে বইটি লিখেছিলেন জাকারিয়া পলাশ। অমর একুশে গ্রন্থমেলায় বইটি প্রকাশ করেছে সূচিপত্র প্রকাশনী। বইটিতে ২২টি অধ্যায়ে সবিস্তারে তুলে ধরেছেন কাশ্মীরকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া ভূ-রাজনীতির আদ্যপান্ত। লিখেছেন কাশ্মীরের প্রাগৈতিহাসিক কাল থেকে বর্তমান সময়ের সারসংক্ষেপ। মানুষের জীবনযাত্রা, ভাষা, সংস্কৃতি ও অর্থনীতির কথাও বলা হয়েছে বইটিতে। ভারত ও পাকিস্তানের যুদ্ধাবস্থার সমূল অনুসন্ধান করা হয়েছে এতে। একই সঙ্গে তুলে ধরা হয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরকে কেন্দ্র করে চলা নানা জটিলতা।
একই সঙ্গে কাশ্মীরিদের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক আদৌ আছে কি না তা অনুসন্ধান করেছেন লেখক। এখনকার সময়ে বাংলাদেশকে কীভাবে মূল্যায়ন করে কাশ্মীরিরা সে বিষয়ও ব্যাখ্যা করা হয়েছে নানা উদাহরণ ও অভিজ্ঞতার মাধ্যমে।
বড় দাগে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য এটি প্রামাণ্য হবে। আরো ভেঙে বললে, আন্তর্জাতিক সম্পর্ক, ইতিহাস, শান্তি ও সংঘর্ষ, জেন্ডার স্টাডিজ, মিডিয়া স্টাডিজ কিংবা নৃবিজ্ঞানের গবেষকরা বইটি থেকে উপকৃত হবেন।’
বইটি পাওয়া যাবে বইমেলার ৬১৯-৬২১ নম্বর স্টলে। প্রচ্ছদ করেছেন সৈয়দ মো. তৈয়ব। মূল্য ৪০০ টাকা।