নতুন বই
অঞ্জন আচার্যের ‘ঊনমানুষের গল্প’

বইমেলায় আসছে অঞ্জন আচার্যের প্রথম গল্পগ্রন্থ ‘ঊনমানুষের গল্প’। বইটি প্রকাশ করছে 'দেশ পাবলিকেশন্স'। বইটি শিগগিরই মেলার সোহরাওয়ার্দী উদ্যানের 'দেশ পাবলিকেশন্স'-এর ৩০২-৩০৩ নম্বর স্টলে পাওয়া যাবে। সেইসঙ্গে পাঠক রকমারিতেও অর্ডার করতে পারবেন। বইটির প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী কাব্য কারিম।
'ঊন' মানে 'অসম্পূর্ণ'। সমার্থক শব্দ দুর্বল বা কমজোর। সেই অর্থে 'ঊনমানুষ'-এর অর্থ দাঁড়ায় 'অসম্পূর্ণ বা দুর্বল মানুষ'। পৃথিবীতে কোনো মানুষই স্বয়ংসম্পূর্ণ নয়; হওয়া সম্ভবও নয়। কোথাও না-কোথাও, কোনো না-কোনো জায়গায় সে কমজোর। এটাই শাশ্বত। আর এই বাস্তবতাকে ঘিরেই গড়ে উঠেছে এ গ্রন্থের প্রতিটি গল্প। গল্পের চরিত্রগুলো কোথায় যেন সীমান্তের কাছাকাছি গিয়েও স্পর্শ করতে পারে না সীমান্তরেখা। ঠিক যেন ঊনত্রিশ থেকে ঊননব্বইয়ের মতো। নামের শেষে পূর্ণ সংখ্যার উল্লেখ থাকলেও সেই সংখ্যার সমান নয়; একটু কম হয়ে থাকা। তবে গল্প-বয়ানে কেবল চরিত্রের বিশ্লেষণই নয়; আছে সমাজবাস্তবতার নানা নিবার্য-অনিবার্য দিক। আছে ব্যক্তি মানুষের ভেতরকার ষড়রিপুর ক্রিয়া-প্রতিক্রিয়া; প্রাপ্তি-অপ্রাপ্তির কথা। ধরা ও অধরা আর স্বপ্ন ও স্বপ্নভঙ্গ যেন হাত ধরাধরি করে হাঁটে এইসব ঊনমানুষের জীবনের পথে।
সংকলিত প্রতিটি গল্পই নিরীক্ষাধর্মী। গতানুগতিকের বাইরে একটু ভিন্ন আঙ্গিকে লেখা। একই সঙ্গে প্রতিটি গল্পের আঙ্গিকও আলাদা। একটির সঙ্গে মিল নেই অন্যটির। তবুও গল্পগুলো পাঠ করতে গিয়ে মনে হবে, এ যেন আমার, আপনার বা আমাদের আশপাশের চেনাজানা মানুষেরই আখ্যান।
অঞ্জন আচার্য বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। পেশাগত জীবন শুরু হয় শীর্ষস্থানীয় বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কাজের মধ্য দিয়ে। কথাসাহিত্যিক সেলিনা হোসেন সম্পাদিত 'জেন্ডার ও উন্নয়ন কোষ' গ্রন্থ প্রকল্পে কাজ করেছেন গবেষণা-সহকারী হিসেবে। এরপর পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের 'ভাষা বিভাগ'-এর দায়িত্বভার পালন করেন। সেখান থেকে বাংলা একাডেমি পরিচালিত 'বাংলা ভাষার বিবর্তনমূলক অভিধান' প্রকল্পে গবেষক ও সংকলক হিসেবে কাজ করেছেন। আবার ফিরে আসেন সাংবাদিকতা পেশায়। বার্তা সম্পাদক হিসেবে কাজ করেন অনলাইন নিউজ পোর্টাল পরিবর্তনে। এরপর দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদকীয় বিভাগে কাজ করেন। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
লেখকের প্রকাশিত গ্রন্থ : জলের উপর জলছাপ (কাব্যগ্রন্থ), আবছায়া আলো-অন্ধকারময় নীল (কাব্যগ্রন্থ), তুমুল কোলাহলে কুড়াই নৈঃশব্দ্য (কাব্যগ্রন্থ), রবীন্দ্রনাথ : জীবনে মৃত্যুর ছায়া (গবেষণা-প্রবন্ধ), মানিক বন্দ্যোপাধ্যায় (জীবনীগ্রন্থ)।