মাহবুব আজীজের নতুন তিনটি বই

কথাসাহিত্যিক ও সাংবাদিক মাহবুব আজীজের তিনটি নতুন বই প্রকাশ হয়েছে এ বছরের একুশে গ্রন্থমেলায়। তিনটি বই-ই প্রকাশ করেছে কথা প্রকাশনী।
নতুন তিনটি বই হলো : উপন্যাস ‘মন্দ্রজাল’, গল্পগ্রন্থ ‘ঘোর অথবা অনন্ত তৃষার গল্প’ এবং কাব্যগ্রন্থ ‘নিঃসঙ্গতার মতো একা’। তিনটি বইয়েরই প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।
তিনটি বই সম্পর্কে লেখক বলেন, ‘আমার তিনটি বই নিয়ে পাঠকের মাঝে প্রতিক্রিয়া খুবই ইতিবাচক। তা ছাড়া এক প্রকাশনী থেকেই এক লেখকের তিন ধরনের বই প্রকাশের বিষয়টি পাঠক পছন্দ করছেন। ৪০০ টাকায় তিনটি বই পাওয়া যাচ্ছে। সুমুদ্রিত ও নির্ভুল তিনটি বই কিনলে পাঠকের জন্য থাকছে একটি চমৎকার ব্যাগ। তবে এগুলো বাহ্যিক ব্যাপার, বই তিনটির ভেতরে সময় ও সমাজে বেঁচে থাকার আনন্দ ও গ্লানি খুঁজে পাবেন পাঠক।’