নতুন বই : রামিম ইসলামের ‘কাব্যপ্রহর’

এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে চিকিৎসক ও তরুণ লেখক রামিম ইসলাম নূরের প্রথম কাব্যগ্রন্থ ‘কাব্যপ্রহর’। মহাকাল প্রকাশনা থেকে বইটি বের হয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন মোমিন উদ্দীন খালেদ। এর মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।
আশি পৃষ্ঠার বইটিতে সংকলিত হয়েছে মোট ৬৩টি কবিতা। কবিতাগুলো সহজবোধ্য এবং পাঠ করলে মনে হয়, জীবনের নানা টানাপড়েন, আশা-নিরাশা, সংগ্রাম আর সফলতার গল্পগুলোই কবিতায় প্রকাশিত হয়েছে।
এ প্রসঙ্গে রামিম ইসলাম নূর বলেন, “মানুষের জীবনটা যেমন বৈচিত্র্যময়, তেমনি বৈচিত্র্যময় তাঁর মন। সেই মনের আকাশে কখনো সূর্য হাসে, আবার কখনো নীলাকাশ ঢেকে যায় মেঘের ঘনঘটায়। কখনো মন থাকে অবিচল শান্ত, আবার পরক্ষণেই হয়ে পড়ে প্রচণ্ড অস্থির। ‘কাব্যপ্রহর’ যেন সেই মনেরই প্রতিচ্ছবি। কবিতাগুলো ক্ষণে ক্ষণে তার রূপ পাল্টেছে। কোনো কোনো কবিতায় ভালোবাসার পরম মায়া আর আনন্দের প্রকাশ ঘটেছে, আবার কোনো কোনো কবিতায় রয়েছে কষ্ট আর বিরহের কথা। দেশপ্রেম আর প্রকৃতির স্নিগ্ধ সৌন্দর্যের স্তুতি নিয়ে সৃষ্টি হয়েছে কবিতা; সমাজের নানা অসংগতিও বাদ যায়নি।”