নতুন বই
মোস্তফা মনোয়ারের ‘বদলে যাবার আগে’

এবারের একুশে বইমেলায় এসেছে তরুণ লেখক মোস্তফা মনোয়ারের প্রথম উপন্যাস ‘বদলে যাবার আগে’। এটি তাঁর প্রথম উপন্যাস হলেও প্রথম বই নয়। গত বছরের বইমেলায় প্রকাশিত হয় তাঁর প্রথম বই ‘গণিতের হাত-পা ও রুবিক্স কিউব’, যার মোড়ক উন্মোচন করেন ড. মুহম্মদ জাফর ইকবাল। মোড়ক উন্মোচনে এসে তিনি বলেন, ‘মোস্তফা মনোয়ার নিজে কঠিন কাজটি করে আমার জন্য সহজ কাজটি রেখে দিয়েছে, আমি তার দ্বিতীয় বইয়ের অপেক্ষায় রইলাম।’ মোস্তফা মনোয়ারের দ্বিতীয় বই ‘বদলে যাবার আগে’।
১১ ফেব্রুয়ারি বিকেল ৪টায় সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন মঞ্চে এই বইটিরও মোড়ক উন্মোচন করেন ড. মুহম্মদ জাফর ইকবাল। মোস্তফা মনোয়ার রম্য লেখেন, লেখেন বিজ্ঞান নিয়ে। প্রথম আলোর রস+আলোর একজন প্রদায়ক তিনি। এ ছাড়া বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির ত্রৈমাসিক ম্যাগাজিন ‘বিজ্ঞান আনন্দ’-এর সহসম্পাদক ও একজন নিয়মিত লেখক।
চট্টগ্রামের ছেলে মোস্তফা মনোয়ারের পড়ালেখা চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও চট্টগ্রাম কলেজে। বর্তমানে প্রকৌশলী হওয়ার আশায় পড়ছেন বুয়েটে যন্ত্রকৌশলে তৃতীয় বর্ষে।