নতুন বই
মেহেদী উল্লাহর গল্পগ্রন্থ ‘জ্বাজ্জলিমান জুদা’

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হলো গল্পকার মেহেদী উল্লাহর গল্পগ্রন্থ ‘জ্বাজ্জলিমান জুদা’। লেখকের এটি চতুর্থ গল্পের বই। বইটি প্রকাশ করেছে ঐতিহ্য। বইয়ের প্রচ্ছদ করেছেন খেয়া মেজবা। ‘জ্বাজ্জলিমান জুদা’ পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলায় ঐতিহ্যের স্টলের সোহরাওয়ার্দী উদ্যান অংশের ৪৩০, ৪৩১, ৪৩২ নম্বর স্টলে।
মেহেদী উল্লাহ জাতীয় দৈনিক কালের কণ্ঠে দীর্ঘদিন ধরে সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিযুক্ত রয়েছেন।
তিনি জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার ২০১৩ পেয়েছেন।
বইটি প্রকাশ করেছে ঐতিহ্য। প্রচ্ছদ করেছেন খেয়া মেজবা। পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলায় ঐতিহ্যের স্টলে। স্টল নম্বর ৪৩০, ৪৩১ ও ৪৩২।