নতুন বই
এহসান হায়দারের লাল পাহাড়ের রহস্য

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে এহসান হায়দারের শিশু-কিশোর গল্পগ্রন্থ ‘লাল পাহাড়ের রহস্য’। এটি তাঁর প্রথম শিশু-কিশোর গ্রন্থ। শিশুদের মনের আনন্দের খোরাক জোগাবে এমন মজার মজার নয়টি গল্প নিয়েই এহসানের এই সম্মিলিত প্রয়াস। নতুন প্রকাশনা সংস্থা দ্যু প্রকাশন। এই সংকলনটি এবার প্রকাশ করছে অমর একুশে গ্রন্থমেলায়। বইটির ভেতরের পাতায় পাতায় চমৎকার সব অলংকরণ করেছেন নবীন চিত্রশিল্পী- বিষ্ণু ঋষি, একই সঙ্গে প্রচ্ছদও এঁকেছেন তিনি।