নতুন বই
বইমেলায় নুরুজ্জামান লাবুর ‘হোলি আর্টিজান’

২০১৬ সালের ১ জুলাই রাজধানী ঢাকার মানুষ যখন তারাবির নামাজ পড়তে ব্যস্ত, তখন গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ কব্জায় নেয় জঙ্গিরা। রাতভর চলে তাদের তাণ্ডব আর হত্যাযজ্ঞ। সে রাতে দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ২২ জন নিহত হয়েছিলেন। সেনাবাহিনীর অপারেশনে নিহত হন জঙ্গিরা।
সে রাতের ঘটনা নিয়ে বই লিখেছেন সাংবাদিক নুরুজ্জামান লাবু।
বইটিতে অনেকের অভিজ্ঞতার বর্ণনা রয়েছে। রয়েছে প্রত্যক্ষদর্শী ও অভিযানে অংশ নেওয়া প্রথম পুলিশ কর্মকর্তা থেকে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সেই রাতের অভিজ্ঞতা।
বইটি প্রকাশ করেছে ‘অন্বেষা প্রকাশন’। পাওয়া যাবে অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ১২ নম্বর প্যাভিলিয়নে।