নতুন বই
বাচ্চার খাওয়া নিয়ে প্রয়োজনীয় বই

বাচ্চাকে খাওয়াতে গিয়ে সব মা-বাবাই অসুবিধায় পড়েন। নগরজীবনে এ সমস্যা যেন একটু বেশিই। মা-বাবাদের এই দুশ্চিন্তা লাঘবে এবারের বইমেলায় বের হয়েছে ঢাকা মেডিকেলের শিশু বিশেষজ্ঞ ডা. আবু সাঈদ শিমুলের বই ‘বাচ্চা যখন খায় না কিছুই’।
বইটি পড়লে মা-বাবারা জানতে পারবেন, বাচ্চাকে খাওয়ানোর কৌশল, রুচি বাড়ানোর উপায়সহ খাবার নিয়ে বিভিন্ন তথ্য। বইটির প্রচ্ছদ এঁকেছেন মাসুক হেলাল। মূল্য ১৭০ টাকা। মেলায় পাওয়া যাবে প্রথমার স্টলে।
বইটি নিয়ে লেখক ডা. আবু সাঈদ শিমুল বলেন, বাচ্চাদের খাওয়ানো নিয়ে বর্তমান সময়ে মা-বাবারা খুব চিন্তিত থাকেন। যেসব বাবা-মা চাকরিজীবী, তাঁদের সমস্যা এ ব্যাপারে আরো বেশি। তাঁদের মধ্যে বিষয়টি নিয়ে একটি অসহায় অবস্থা তৈরি হয়। তাঁদের মুক্তি দেওয়ার প্রয়াস থেকে এই লেখা।
বইটি প্রসঙ্গে লেখক আরো বলেন, বইটি প্রকাশিত হয়েছে ১৫ ফেব্রুয়ারি। ভালোই সাড়া পাচ্ছি। চিকিৎসকের দৃষ্টিতে নয়, সহজ ভাষায় লেখা হয়েছে বইটি।
এ পর্যন্ত এই লেখকের বই বেরিয়েছে নয়টি। ডা. আবু সাঈদ শিমুলের অধিকাংশ লেখা শিশুদের নিয়ে। তবে হৃদরোগ নিয়েও তাঁর একটি বই রয়েছে।