নতুন বই
হাসান টুটুলের 'ফিরে যেতে যেতে'র মোড়ক উন্মোচন

হাসান টুটুলের এগারোতম বই 'ফিরে যেতে যেতে'র মোড়ক উন্মোচন করা হয়েছে ১৫ ফেব্রুয়ারি। বাংলা একাডেমির নজরুল একাডেমি মঞ্চে বিকেলে এই গল্প সংকলনের বইটির মোড়ক উন্মোচনের সময় কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুর রশীদ চৌধুরী, কবি ফাতেমা হক মুক্তা, দৈনিক সময়ের কাগজ পত্রিকার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উইকিপিডিয়া বাংলাদেশের ইনচার্জ শাহাদত হোসেন এবং লেখকের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
বই মোড়ক উন্মোচনের সময় লেখক হাসান টুটুল বলেন, ‘এটা একটা নান্দনিক চিন্তার ফসল। আমার লেখায় সব সময় একটা বক্তব্য থাকে, সেটা আমি যেভাবেই লিখি না কেন। ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, পত্রিকা বা ব্লগে নিয়মিত কলামগুলো একেকটি ইতিহাসের স্বপ্নদ্রষ্টা হয়ে থাকে।’
বিশিষ্ট সাংবাদিক আবু বক্কর সিদ্দিক লেখক হাসান টুটুল সম্পর্কে বলেন, ‘তিনি লেখেন প্রচুর, তারও চাইতে পড়াশোনা করেন অনেক বেশি। জানার অদম্য আগ্রহ তাঁকে মহিমান্বিত করেছে। লেখায় খুব সাধারণ ভাষার প্রয়োগ তাঁর রচনাকে বেশ গতি এনে দেয়, পাঠকের কাছে খটকা লাগার সুযোগ থাকে না। তিনি যেটা বিশ্বাস করেন আর সকলের জন্য যেটা মঙ্গলজনক, সেটাকেই আত্মস্থ করেন গভীর বিশ্বাসের সাথে।’