নতুন বই
‘আসমত আলীর অনশন’

অমর একুশে গ্রন্থমেলা-২০১৭ তে প্রকাশিত হয়েছে মুহাম্মাদ শফিউল্লাহর প্রথম গল্পগ্রন্থ ‘আসমত আলীর অনশন’। মুহাম্মাদ শফিউল্লাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের (এমএসএস) শিক্ষার্থী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক।
১৪টি ছোটগল্প দিয়ে সাজানো হয়েছে গল্পগ্রন্থটি। সমাজ বাস্তবতা, শ্রেণিবৈষম্য, প্রেম ও বিরহের অম্লান টান এবং অভিজ্ঞতালব্ধ কাহিনী নিয়ে এ গল্পগুলো লেখা। প্রতিটি গল্পে আছে স্বতন্ত্র স্বাদ। গল্প গ্রন্থটি প্রকাশ করেছে স্বর্ণলিপি প্রকাশন এবং বইমেলায় পরিবেশন করছে মুক্তদেশ প্রকাশন। বইটি প্রচ্ছদ এঁকেছেন জাবেদ ইমন। মূল্য ১২০ টাকা। ১৮০ ও ১৮১ নং স্টলে ১০ ফেব্রুয়ারি থেকে পাওয়া যাচ্ছে এ গল্পগ্রন্থটি।
‘আসমত আলীর অনশন’ সম্পর্কে মুহাম্মাদ শফিউল্লাহ বলেন, ‘১৪টি ভিন্ন ধারার গল্প দিয়ে বইটি সাজানো হয়েছে। গল্পগুলোর প্রতিটি চরিত্রে সঙ্গে আমার বহু কালের পরিচয়। এই বইয়ে চার নম্বর গল্প হচ্ছে আসমত আলীর অনশন। আসমত আলী খুবই সংগ্রামী একজন মানুষ। যিনি অনশন করেছিলেন আমরণ।’