নতুন বই
ফরিদা ইয়াসমিনের তিন বই

এবারের একুশে গ্রন্থমেলায় বেরিয়েছে ফরিদা ইয়াসমিন সুমির তিনটি কবিতার বই। পেশায় চিকিৎসক সুমির ‘তুমি তেমনই রবে আমারই’ বইটি বেরিয়েছে অনন্যা থেকে, ‘প্রজাপতি মন’ ও ‘চলো, ভালোবাসি’ বেরিয়েছে অ্যাডর্ন থেকে।
কবিতা লেখা প্রসঙ্গে সুমি বলেন, ‘জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আর মানব-মানবীর দেহমনের অপার সৌন্দর্যরহস্য অনুভবের চেষ্টাই আমাকে কলম হাতে নিতে উদ্বুদ্ধ করেছে। আবেগময়তা আর সহজ-সরল উপস্থাপনা আমার লেখার অন্তর্নিহিত শক্তি ও প্রেরণা। এই আবেগময়তার মূল উৎস হচ্ছে আত্মপ্রত্যয় আর সত্য দৃষ্টি নিয়ে আনন্দের সন্ধান লাভ করা।’
আনন্দলাভের তাগিদে সুমি লেখালেখি করেন। লেখালেখি তথা সৃজনশীলতা নিয়ে তিনি বলেন, ‘অবাধ সৌন্দর্যের আধার যে প্রকৃতি, তার সমস্ত সৌন্দর্যই বিধৃত রয়েছে নারী-পুরুষের মাঝে। তাঁদের মিলনের তীব্র আকাঙ্ক্ষার সুন্দরতম নামই প্রেম। সামাজিক সভ্যতার মুখোশ পরিয়ে এই প্রেমকাম কখনোই দমিয়ে রাখা যায়নি এবং যাবেও না। মানব-মানবীর কামাঙ্ক্ষাকাই তাঁদের গতিশীল ও আনন্দময় রাখে, যা তাঁদের সৃজনশীল হতে এবং সমাজ সংসারকে কিছু দেওয়ার ক্ষমতা অর্জনে সহায়তা করে, এ আমার একান্ত ব্যক্তিগত অভিমত।’
কবিতার ভেতর দিয়ে আবেগ, রোমান্টিকতা, জীবনের আলো- অন্ধকার, নদী-সমুদ্রের মিলন উপলব্ধি করার এবং স্পর্শ করার চেষ্টা করেছেন সুমি। তিনি বলেন, ‘উজাড় করে দিতে চেয়েছি এক চিরকালীন প্রেমিকা-হৃদয়ের সবটুকু প্রেমাবেগ।’