নতুন বই
রবিউল করিম মৃদুলের গল্পগ্রন্থ ‘রকস্টার’

বইমেলায় এসেছে গল্পকার ও ঔপন্যাসিক রবিউল করিম মৃদুলের গল্পগ্রন্থ ‘রকস্টার’। এটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। রকস্টারের প্রচ্ছদ করেছেন তাহসিনা নাজনীন শুচি। মৃদুল মূলত ঔপন্যাসিক হলেও গল্প লিখছেন নিয়মিত। লেখেন কবিতাও। জীবনবোধ ও মানবিকতার গল্প বলতে তিনি দক্ষ কারিগর। জীবনের পরতে পরতে লুকিয়ে থাকা অজস্র গল্পকে পরম মমতায় তিনি তুলে আনছেন পাঠকের সামনে। রকস্টার তাঁর চতুর্থ বই। বইটির মূল্য ২১০ টাকা।
সর্বমোট ১৩টি গল্প দিয়ে সাজানো হয়েছে এবারের রকস্টার। গল্পগুলো হলো—গৃহ, চোখ, যে পরশ গড়েছে আমায়, লাশঘর, রকস্টার, মতিন সাহেবের ঘরে আজ পোকাদের নিমন্ত্রণ, কুকুর কুণ্ডলী, স্বপ্নের অনেক রং, মানুষ অমানুষের দোলাচল, কলমিফুল, সোনাবগির ছাও, নগরে মৃত্যু ফেলে না ব্যথার ছাঁয়া।
রকস্টারের ফ্ল্যাপ লিখেছেন জনপ্রিয় কবি খালেদ হোসাইন। রকস্টার সম্পর্কে তিনি লিখেছেন, ‘আমাদের কথাসাহিত্যে এখন বিচিত্র কলস্বর ধ্বনিত-প্রতিধ্বনিত হচ্ছে। সম্মিলিতভাবে জীবনের ও জীবন-পরিপার্শ্বের সমূহ আবেগ ও অনুভূতি, চিন্তার নতুন তরঙ্গ চেতনায় নানাভাবে অভিঘাত সৃষ্টি করে আমাদের সচকিত করে তুলছে। এ সৃষ্টিযজ্ঞের একজন প্রতিনিধিত্বশীল স্রষ্টা রবিউল করিম মৃদুল। তাঁর গল্পে সমসাময়িক জীবনই প্রতিফলিত হয়, জীবনের সমুদয় জটিলতা ও নিহিত প্রশান্তিসহ এক অনাবিল সাবলীলতায়। বিষয় নির্বাচন জীবনের সর্বপ্রান্তকেই যেন স্পর্শ করতে উৎসুক, তবু আধুনিক জীবনে তারুণ্যের জীবন-প্রবাহে যে সংকট অবধারিতভাবে সৃষ্টি হয়ে যায়, তার নিহিত বাস্তবতাকে চিহ্নিত ও রূপায়ণেই তাঁর আগ্রহ অত্যধিক। ঘটনাপ্রবাহ, চরিত্র, আর জীবনোত্থিত সংলাপের ব্যবহারে তা সরাসরি মর্মলোকে গিয়ে স্পর্শ করে। এ কারণেই মৃদুল কথাসাহিত্যিকের মধ্যে আলাদা-অনন্য। তাই মৃদুলের ‘রকস্টার’ গল্পগ্রন্থটি অন্তর্গত ঐশ্বর্যে পাঠকচিত্তের অনুদোদন লাভ করতে পারবে বলে অনায়াসে বিশ্বাস করা যায়।’
বইটির অধিকাংশ গল্পই বিভিন্ন সময়ে নানা জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় প্রকাশিত। পাঠকের সুবিধার্থে এবারে গল্পগুলো গ্রন্থাকারে প্রকাশিত হচ্ছে। সহজ-সরল ভাষাশৈলী ও অন্তনির্হিত জীবনবোধের কারণে প্রতিটি গল্পই পাঠক-হৃদয় ছুঁয়ে যাবে। এর আগে রবিউল করিম মৃদুল তাঁর উপন্যাস ‘শুভ্র কুসুম কৃষ্ণ কুসুম’ ও ‘এখানে আকাশ নীল’-এর মাধ্যমে পাঠক সমাদৃত হয়েছেন।