নতুন বই
সামিয়া খানের প্রথম কাব্যগ্রন্থ ‘আবছা তার ছায়া’

অমর একুশে গ্রন্থমেলায় এসেছে সামিয়া খানের প্রথম কাব্যগ্রন্থ ‘আবছা তার ছায়া’। চমৎকার সাবলীয় ভাষায় লেখা ১০৪টি কবিতা আছে এই গ্রন্থে। এটি প্রকাশ করেছে অন্যধারা পাবলিকেশন্স। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন সাইফ আলী।
পাওয়া যাচ্ছে অন্যধারা পাবলিকেশন্সের স্টলে। স্টল নম্বর ৪২৬। বইটির মূল্য ২০০ টাকা।