নতুন বই
ভ্রমণ নিয়ে ‘এলিজা’স ট্রাভেল ডায়েরি-২’

এ বছর একুশে ফেব্রুয়ারির বইমেলায় প্রকাশিত হলো এলিজা বিনতে এলাহীর লেখা নতুন বই ‘এলিজা’স ট্রাভেল ডায়েরি-২’। ভ্রমণ বিষয়ে লেখা এটি লেখিকার দ্বিতীয় বই। ইংরেজি ভাষায় লেখা এ বইয়ে ১০টি অনুচ্ছেদে ফিলিপাইন ও সিঙ্গাপুরে ব্যক্তিগত ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।
মূলত দেশ দুটির প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণের অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন, যা পাঠককে ঋদ্ধ করবে। বিশেষ করে ইতিহাস অনুসন্ধানী ও ভ্রমণপিপাসু পাঠকের জন্য ‘এলিজা’স ট্রাভেল ডায়েরি-২’ এক চমৎকার বই। বইটি প্রকাশ করেছে প্রকৃতি প্রকাশনী।
গত বছর লেখিকার প্রথম বই ‘এলিজা’স ট্রাভেল ডায়েরি’ প্রকাশ করেছিল এপিপিএল।