নতুন বই
ইশতিয়াক আহমেদের শিল্পী স্টুডিও

মিনহাজ প্রচণ্ড শব্দে হেসে ওঠে। বলে, প্রেমিকপুরুষদের তালিকায় তুমি রোমিওদের কয়েকজনের পরেই হবে।
আবদুল্লাহ মিনহাজের দিকে তাকিয়ে হাসে, ভাই দোয়া করবেন। তাদেরকে ছাড়িয়ে যাতে এক নম্বরে চলে আসতে পারি...’’
ওপরের কথাগুলো একজন শিল্পী স্টুডিও নির্মাতার, স্টুডিওর ভেতরে থাকা মানুষের অভিব্যক্তি। হ্যাঁ, স্টুডিওটির মালিক উনি নন-তবে স্রষ্টা। তার হাত দিয়েই শিল্পী স্টুডিওর হাসি-কান্না, নাগরিক জীবন, প্রেম-ভালোবাসা আবেগের সন্নিবেশ ঘটেছে। এই নির্মাতার নাম ইশতিয়াক আহমেদ। কথাসাহিত্যিক, গীতিকার আর একজন সাংবাদিক।
মানুষ ও তার বিচিত্র জীবনকে উপজীব্য করে রচিত উপন্যাসটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন, ধ্রুব এষ। পাওয়া যাচ্ছে মেলার ৫০২-৫০৩ নম্বর স্টলে।
‘শিল্পী স্টুডিও’ নিয়ে ইশতিয়াক আহমেদ বলেন, ‘আমি আমার মতো লিখেছি। পাঠক এটাকে গ্রহণও করতে পারেন, প্রত্যাখ্যানও করতে পারেন। তবে আমি জীবনকে যেভাবে দেখেছি সেটাকে প্রক্রিয়াজাত করে গল্পের মতো করে দেখানোর চেষ্টা করেছি।’