নতুন বই
বইমেলায় খায়রুল বাবুই-এর ৪টি বই

এবারের মেলায় খায়রুল বাবুইয়ের মোট চারটি শিশুতোষ বই প্রকাশিত হয়েছে। ইকরিমিকরি প্রকাশনী থেকে অদ ভূত বদ ভূত। প্রাপ্তিস্থান : শৈশব। স্টল : ৫২৭ । শৈশব প্রকাশ থেকে স্কুল যেতে ভয় নেই ও বুদ্ধির জোর, প্রকাশক ও প্রাপ্তিস্থান : শৈশব। স্টল : ৫২৭ । এবং বাবুই থেকে ঠক ঠক, প্রাপ্তিস্থান : ছড়া আনন্দ। স্টল : ৩০ (লিটলম্যাগ চত্বর)
এ ছাড়া টোকা এবং ফান-ই-গল্প নামে দুটি রম্যগল্প সংকলন পাওয়া যাবে যথাক্রমে ভাষাচিত্র ও ঐতিহ্য প্রকাশনীর স্টলে।