নতুন বই
লাবণ্য লিপির নতুন উপন্যাস ‘বুকের ভেতর বৃষ্টি নামে’

বিশ্ব ভালোবাসা দিবসে দেশ পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে লেখক ও সাংবাদিক লাবণ্য লিপির নতুন উপন্যাস ‘বুকের ভেতর বৃষ্টি নামে’। এটি লেখকের তৃতীয় উপন্যাস। এর আগে ‘সে রাতেও পূর্ণিমা ছিল’ ও ‘মেঘের ওপারে আকাশ’ নামে দুটি উপন্যাস বের হয়েছে অয়ন প্রকাশন থেকে। নির্বাচিত গল্প সংকলন ‘বৃত্তের বাইরে’।
তাঁর প্রথম বই প্রকাশিত হয় ছোটদের জন্য গল্পের বই ‘স্বপ্ন স্বপ্ন খেলা’। বইটি প্রকাশিত হয়েছে অয়ন প্রকাশন থেকে। এ বছরও দেশ পাবলিকেশন্স থেকে বের হচ্ছে ছোটদের গল্পের বই ‘অর্কর গাছ বন্ধু’।
এ ছাড়া মুক্তধারা থেকে বের হয়েছে রূপচর্চা বিষয়ক বই ‘সাজঘরের সাতকাহন’ ও অবসর প্রকাশনী থেকে বের হয়েছে সম্পাদিত রেসিপির বই ‘উৎসবের রান্না’।