মেলায় ‘অতীত একটা ভিনদেশ’-এর দ্বিতীয় সংস্করণ

এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে মোজাফফর হোসেনের তৃতীয় গল্পগ্রন্থ ‘অতীত একটা ভিনদেশ’-এর দ্বিতীয় সংস্করণ। প্রকাশক বেহুলা বাংলা। এই সংস্করণের প্রচ্ছদ করেছেন আমজাদ আকাশ। রাজিব দত্তের অলংকরণসহ ১৪টি গল্প আছে। বইটির প্রথম মুদ্রণ বের হয় ২০১৬ সালের অমর একুশে গ্রন্থমেলায়। এরপর বইটির প্রশংসা করে বেশ কয়েকটি রিভিউ পত্রপত্রিকায় প্রকাশিত হয়।
মোজাফফর হোসেন এই প্রজন্মের উল্লেখযোগ্য গল্পকার। তিনি একই সঙ্গে ভাষা ও সময়সচেতন লেখক। গল্পের ফর্ম ও ন্যারেটিভ নিয়ে নিরীক্ষা করেন। আলোচ্য বইয়ের ফ্ল্যাপে প্রখ্যাত গল্পকার জ্যোতিপ্রকাশ দত্ত উল্লেখ করেছেন, ‘তাঁর (মোজাফফর) গল্পের আপাতসরল কাঠামো, সাবলীল বর্ণনাভঙ্গি পাঠককে দ্রুত গল্পের ভুবনে প্রবেশ করিয়ে দেবে, যদিও সামান্য সময় পার হলেই তিনি সম্মুখীন হবেন নানা সম্ভাবনার, বহুকৌণিক গল্পজগতের। সচেতন পাঠক সেটিকে পরাবাস্তব, জাদুবাস্তব বা অতি-আধুনিক গল্পের জগৎ—যে নামেই চিহ্নিত করুন না কেন, গল্পের পাঠতৃপ্তি কি পাঠ্যযোগ্যতা বিন্দুমাত্র ব্যাহত হয় না তাতে।’
গ্রন্থটির পাঠকথনে অগ্রজ কথাশিল্পী জাহানারা নওশিন লিখেছেন, ‘মোজাফ্ফরের গল্পে নির্মাণ বলে কিছু নেই—সমস্ত বিষয়টি ভেঙেচুড়ে দিয়ে যা তিনি সৃষ্টি করে ওঠেন, তা যেন অস্থিহীন একটি অবয়ব। যেন দেহহীন লাবণ্যবিলাস।’
নিজের গল্পের বিষয়বস্তু সম্পর্কে লেখক বইটির ভূমিকায় জানিয়েছেন, ‘গল্পের বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে আমি দুটো বিষয় মাথায় রাখি। এক. আমার বর্তমানের কাছে দায়বদ্ধতা। যে কারণে আমার গল্পে বর্তমান সময়ের ত্রিমুখী শক্তি—করপোরেট শক্তি, আমলাতন্ত্রের শক্তি এবং মিডিয়া শক্তির কাছে একজন ব্যক্তির যে অবস্থান, সেটি নানাভাবে উপস্থাপিত হয়েছে। দুই. ঐতিহ্যের কাছে দায়বদ্ধতা। এই ঐতিহ্য যেমন সাহিত্যিক ঐতিহ্য, তেমনি সাংস্কৃতিক ঐতিহ্যও।’
গল্পের নির্মাণকৌশল নিয়ে লেখক বলেন, ‘পূর্বপরিকল্পিত ছক এঁটে আমি গল্প লিখতে পারি না। দেখা যায়, অধিকাংশ গল্পই লিখতে লিখতে বাঁকবদল করে ভিন্ন একটা গল্প হয়ে গেছে। আমি গল্পটা জানি বলে লিখি না; অনেক ক্ষেত্রে গল্পটা জানতে চাই বলে লিখতে শুরু করি।’
১২৮ পৃষ্ঠার বইটি মেলায় পাওয়া যাচ্ছে ১৬০ টাকায়, ২৭৬ নম্বর স্টলে।