নতুন বই
শেখ সালাহউদ্দিন আহমেদের সময়ের ভাবনা-৪

অমর একুশে গ্রন্থমেলায় ড. শেখ সালাহউদ্দিন আহমেদের সময়ের ভাবনা সিরিজের চতুর্থ বই সময়ের ভাবনা-৪ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। বইটির মূল্য ৪০০ টাকা
বইটি নিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, সমসাময়িক বিষয়গুলো আমাকে ভাবায়। নিজের লেখা থামাতে পারি না। বলতে ইচ্ছে করে। সেখান থেকেই দৈনিক পত্রিকাগুলোতে নিয়মিত লিখে যাওয়া। তারই সংকলন সময়ের ভাবনা-৪।
বইটিতে লেখক বলেছেন, রক্তক্ষরণের শিকার হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, বিনিয়োগ বাড়ানোর জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা, রাজধানী ঢাকাকে সবার আন্তরিকতার প্রয়োজনীয়তা, সমগ্র দেশের যানজট নিরসনে প্রয়োজন সমন্বিত পদক্ষেপের কথা। এ ছাড়া বিশ্বজনীন সমস্যাসহ, অর্জন, সাফল্য নিয়ে আলোচনা করেছেন লেখক।
ড. শেখ সালাহউদ্দিন আহমেদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও সাউথ এশিয়ান ল’ইয়ার্স ফোরামের সভাপতি। পেশায় তিনি একজন আইনজীবী, কলামিস্ট, মানবাধিকারকর্মী ও আন্তর্জাতিক কোম্পানি ও ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞ।
এর আগে ড. শেখ সালাহউদ্দিন আহমেদের আইন ও কলামবিষয়ক কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ২০১৩ সালের বইমেলায় প্রকাশিত তাঁর লেখা যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই ও ২০১৫ সালের বইমেলায় সময়ের ভাবনা ১, ২০১৫ সালের সেপ্টেম্বরে সময়ের ভাবনা ২ এবং ২০১৬ সালে সময়ের ভাবনা-৩ বইগুলো পাঠকমহলে বেশ আলোচিত হয়।