নতুন বই
বইমেলায় রুদ্র হকের ‘নাক নেই’

অমর একুশে গ্রন্থমেলায় কবি ও সাংবাদিক রুদ্র হকের প্রথম বই প্রকাশিত হয়েছে। কবিতার বইটির নাম ‘নাক নেই’। বইটি প্রকাশ করেছে ‘ঐতিহ্য’। বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ করেছেন প্রখ্যাত শিল্পী ধ্রুব এষ। বইটির মূল্য ১০০ টাকা।
নিজের বই প্রসঙ্গে রুদ্র হক বলেন, “নাক নেই’ নামটি আমাদের চিরায়ত বিষণ্ণতার প্রতীক। বিচ্ছিন্নতা ও উন্মোচনের দিকে ক্রমাগত যেতে যেতে আমাদের ইন্দ্রীয়গুলো ক্রমশ বিবশ হয়ে পড়ছে। আমরা ফুলের ঘ্রাণ যেমন ভুলে যেতে বসেছি, ভুলে যেতে বসেছি মানুষের ঘ্রাণও। ‘নাক নেই’ সেই সব একা ও বিষণ্ণ মানুষের কথা বলছে, যারা মূলত আমরা প্রত্যেকেই।”
অন্যদিকে বইটি নিয়ে কবি, গল্পকার ও সমালোচক চঞ্চল আশরাফ বলেছেন ‘রুদ্র হকের কবিতায় বিষণ্ণতা সর্বব্যাপী, যা পাঠককে আচ্ছন্ন করে রাখে। এর উৎস নস্টালজিয়া, কিন্তু তা প্রচলিত অর্থ বা ছকের অনুগামী নয়। কেননা, বেশির ভাগ কবিতায় দেখা যায়, স্মৃতি বর্তমানের অংশ হিসেবেই পল্লবিত। রুদ্র হকের কবিতার ভাষা সমকালীন। কখনো এলায়িত, কখনো পরোক্ষ এবং কখনো সরাসরি। তবে বেশির ভাগ ক্ষেত্রেই আলংকারিক। তিনি চান সাংকেতিকতা, এই অভিপ্রায় থেকে বেছে নেন পরাবাস্তব দৃশ্যরাশি ও অবিদিতায়নের কৌশল।’