নতুন বই
চিত্রনায়িকা আঞ্জুমানের কবিতার বই ‘স্বনির্বাচিত’

কবি ও চিত্রনায়িকা রুনু আঞ্জুমানের ষষ্ঠ কাব্যগ্রন্থ ‘স্বনির্বাচিত’ এখন বইমেলায়। এটি প্রকাশ করেছে ‘মিজান পাবলিশার্স’। বইটি পাওয়া যাচ্ছে বইমেলার ৩৯০, ৩৯১ ও ৩৯২ নম্বর স্টলে। রুনু আঞ্জুমানের অন্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে ‘শূন্যতার ওজন’, ‘যথেচ্ছ মিথ্যার ভিড়ে’, ‘পাখিবউ মধুবর’, ‘ঘুম পাহাড়ের সুখ’ ও ‘প্রশ্নরা উত্তর খোঁজে’।
ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণকারী রুনু আঞ্জুমান শৈশব থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। নাচ, গান, অভিনয় ও আবৃত্তিতে একাধিক জাতীয় ও আঞ্চলিক পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী শাহীন রেজা পরিচালিত, জসীমউদদীনের ‘নকশী কাঁথার মাঠ’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘সোনাই কাহিনী’তে সোনাই চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন পরিচালক মাসুদ আজাদ পরিচালিত ‘ভালোবাসার পৃথিবী’ চলচ্চিত্রে। রুনু আঞ্জুমান অভিনয় নয়, কবিতাতেই নিজের ভবিষ্যৎ আঁকতে আগ্রহী। বৈচিত্র নিউজ২৪.কমের সহকারী সম্পাদক এবং ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের আবৃত্তির শিক্ষক রুনু আঞ্জুমান নিজের কাজ দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে চান।