নতুন বই
প্রবাসী তরুণ লেখকের নতুন উপন্যাস অতঃপর মৌমিতা

অমর একুশে গ্রন্থমেলায় প্রবাসী তরুণ লেখক ও সফটওয়্যার প্রকৌশলী রাজীব হাসানের নতুন উপন্যাস অতঃপর মৌমিতা- প্রকাশিত হয়েছে।
বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির বইমেলা প্রাঙ্গণের বইপত্র প্রকাশনীতে (স্টল- ৬২৯-৬৩০)।
অতঃপর মৌমিতা উপন্যাসের কিছু কথা :
আমেরিকায় স্টানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষে সিলিকন ভ্যালিতে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেয় দীপ্ত। দেশে একই বিশ্ববিদ্যালয়ের জুনিয়র ব্যাচের মৌমিতার সঙ্গে ছিল দীপ্তর ভালোবাসা। তারপর পরিণয় থেকে শুরু হয় সংসার।
মৌমিতাও পাড়ি জমায় আমেরিকায়। বাড়ে দীপ্তের ব্যস্ততা। একা হতে থাকে মৌমিতা। কিন্তু কত দিন এই একাকিত্ব? সময় কাটাতে মৌমিতা যোগ দেয় একটি স্টার্টআপ কোম্পানিতে। চাকরির ব্যস্ততায় ধীরে ধীরে দূরে সরতে থাকে দুজন-ই। এরই মধ্যে সিলিকন ভ্যালিতে মৌমিতার সঙ্গে পরিচয় হয় জমিদার বাড়ির ছেলে অজিতের। ধীরে ধীরে গভীর হয় বন্ধুত্ব। দীপ্তের কাছে প্রথম দিকে এটা ছিল নিছক বন্ধুত্ব। অজিতের সঙ্গে মৌমিতার এই বন্ধুকে অসামাজিক মনে করতে থাকে দীপ্তর মা। সংসারে অশান্তির বাতাস লাগে। ধীরে ধীরে সে বাতাস ঝড়ে রূপ নেয়। নানা ভাবনা থেকে বাড়তে থাকে মানসিক দ্বন্দ্ব; বোঝাপড়ার অমিল। এই অমিল তাদের দু’জনার পথকেও করে দেয় ভিন্ন।
অন্যদিকে সংসার ও বন্ধুত্ব দুটোই মনের ভেতর চাপা।