নতুন বই
শফিক সেলিমের কবিতার বই ‘জলজন্ম’

পৃথিবী উষ্ণ-শীতল জলেরই খেলা। জল-আলো মাতিয়ে রাখে জীবনের উত্থান-পতন, ঘোর, আসক্তি, প্রেম। অনুতূতির দোয়ারে জলজঘূর্ণি জন্মায় আপন আর্দ্রতা। এই নিয়ে আমাদের ‘জলজন্ম’। কবি শফিক সেলিম তাঁর দীর্ঘ কবিতাযাপনের পর এই কাব্যখানা কবিতাপ্রিয় পাঠকের জন্য উন্মুক্ত করলেন।
জলে ভিজতে ভিজতে জলের স্বভাব যার, সে তো প্রবহমান কিংবা ঝরে ঝরে মাটি-কাদায়, সবুজে মিশে যায়। পেলব বুনোলতার মতো তার কবিতা বেড়ে ওঠে। সহজেই ধরা দেয় বোধের পৃষ্ঠা। যাপিত জীবনের প্রতিবেশ সরল শ্রীদাম দা-র মতো গহীনে যেন আলো খেলা করে। নগর সভ্যতার জঞ্জাল থেকে আদিম প্রকৃতির স্বাদে পাঠককে নতুন করে বোধিত করে।
জলজন্মের ভেতর ঘুরে-ফিরে এসেছে ভ্রুণের আদি উৎস। মানুষ বা প্রাণের আসা-যাওয়ায় চূড়ান্ত বলে কি কিছু থাকে? সেই প্রশ্নে কবি কখনো কখনো সন্ন্যাসী হয়ে ওঠেন। এভাবে জলজন্মের ভেতরের কবিতাগুলো শিল্পিত হয়ে আছে গ্রন্থিত অক্ষরের ছন্দবদ্ধতায়।