রকিবুল ইসলাম মুকুলের দুটি উপন্যাস

এ বছর অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে রকিবুল ইসলাম মুকুলের দুটি উপন্যাস।
বাংলা একাডেমির নজরুল মঞ্চে বই দুটির মোড়ক উন্মোচন করেন কথাসাহিত্যিক আনিসুল হক ও একাত্তর টেলিভিশনের বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা।
সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে বই দুটির প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেন ভারতের পদ্মশ্রী পদকপ্রাপ্ত খ্যাতিমান লেখক ও কবি নবনীতা দেব সেন, বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গণি।
উপন্যাস ‘নদীর নাম ময়ূরাক্ষী’ প্রকাশিত হচ্ছে অনিন্দ্য প্রকাশ থেকে।
ময়ূরাক্ষী একটি নদী। নদীর ওপারে কল্পনা, সুখ, শান্তি, সমৃদ্ধি আর এপারে বাস্তবতার কঠিন জীবন। কঠিন বাস্তবতায় মানুষ কী করে আশ্রয় নেয় কল্পনার স্বপ্নীল ভুবনে আর মানুষের এ দুই জগতের সেতুবন্ধন করে দেয় ময়ূরাক্ষী নামের নদীটি। উপন্যাসের পাতায় পাতায় উঠে আসে যাপিত জীবনের নানা যন্ত্রণা, স্বপ্নের আকাশ, বিস্তর হতাশা, শঠতা, দুর্নীতি, সততার অবমূল্যায়ন। ঘটে যায় অতিপ্রাকৃত ঘটনাও।
কিশোর সায়েন্স ফ্যান্টাসি ‘স্কুল ট্রিপে নাসা অভিযান’ প্রকাশিত হচ্ছে অনন্যা প্রকাশনী থেকে।
ধানমন্ডির একটি ইংলিশ মিডিয়াম স্কুলের মেধাবী শিক্ষার্থী শান্তনু। ইলেকট্রনিকস আর মহাকাশ নিয়ে প্রবল আগ্রহ তার। অ্যালিয়েনদের কথা বোঝার জন্য শব্দ রূপান্তরের একটি যন্ত্র আবিষ্কার করে ফেলে একদিন। যন্ত্রটি পাঠাতে হবে মহাকাশে। তার পর শোনা যাবে অ্যালিয়েনদের কথোপকথন। এলো সুযোগ। স্কুল ট্রিপে নাসা ভ্রমণ। শুরু হয় স্পেস সেন্টার নাসায় তিন বন্ধুর দুঃসাহসিক অভিযান। এর পর ঘটতে থাকে নানা ঘটনা।
দুটি উপন্যাসেরই প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।
এ ছাড়া বাংলাপ্রকাশ থেকে শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও হুমায়ূন কবীর ঢালী সম্পাদিত ‘দুই বাংলার শ্রেষ্ঠ সমকালীন প্রেমের গল্প’ এবং সিঁড়ি প্রকাশন থেকে অনুগ্রন্থ সংকলন ‘অক্ষর’সহ কয়েকটি সংকলনে লেখকের গল্প ও কবিতা প্রকাশিত হচ্ছে।
রকিবুল ইসলাম মুকুল বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন জিটিভিতে বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।