এবারের মেলা অনেক গোছালো : সৈয়দ আবুল মকসুদ
অমর একুশে গ্রন্থমেলার ১১তম দিনে বুধবার মেলায় এসেছিলেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। ওই দিন বিকেলে তিনি মেলার নজরুল মঞ্চে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে মেলায় আসেন। এ সময় তিনি এবারের মেলার বৃহৎ পরিসর দেখে সন্তোষ প্রকাশ করেন। এ বছর এদিনই মেলায় প্রথম এসেছেন বলে জানান তিনি। কলকাতা বইমেলা এবং নিজের গবেষণার কাজের জন্য দেশের বাইরে ছিলেন বলে জানান। এবারের মেলায় এখনো তাঁর কোনো নতুন বই আসেনি। তবে কয়েক দিনের মধ্যেই প্রথমা প্রকাশন থেকে একটি নতুন গবেষণার বই আসার কথা রয়েছে।
সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘এবারের মেলায় এসে অন্যবারের তুলনায় কিছুটা স্বস্তিবোধ করছি। এবারের মেলার পরিসর বেড়েছে। তাই হাঁটাচলায় অনেক সুবিধা হয়েছে। পাঠকরা স্টলে গিয়ে সুবিধামতো সময় নিয়ে বই বাছাইয়ের সুযোগ পাবেন। তবে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা না থাকলে মেলা অনেক সফল ও সার্থক হতো।’