৪৫ কোটি বাজেটের ‘সাইয়ারা’ সিনেমার বাজিমাত, দুই দিনেই আয় ৬৫ কোটি

মোহিত সুরি পরিচালিত রোমান্টিক ‘সাইয়ারা’ ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শকের ভালোবাসা কুড়াচ্ছে। যশরাজ ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই কাজটিতে জুটি বেঁধেছেন নতুন দুই মুখ— আহান পান্ডে ও অনীত পড্ডা।
মুক্তির আগেই ট্রেলার, গান আর নতুন মুখের কারণে আলোচনায় আসে ‘সাইয়ারা’। মুক্তির পর সেটা যেন বাস্তবেই রূপ নেয়।
স্যাকনিল্কের বক্স অফিস তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই এটি আয় করেছে ২১ কোটি রুপি। দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় ২৫.৬৩ কোটিতে। ফলে মাত্র দুই দিনেই মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৪৬.৬৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫ কোটি ৬৫ লাখ টাকা)।
৪৫ কোটি বাজেটের এই কাজটি ইতিমধ্যে নিজের খরচ তুলে ফেলেছে এবং এখন লাভের পথে হাঁটছে।
আহান পান্ডে বলিউডে এই কাজের মাধ্যমেই পা রাখলেন। বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের ভাইপো তিনি। আর অনীত পড্ডার জন্য এটি বড় সুযোগ, যদিও তিনি এর আগে কাজলের সঙ্গে ‘সালাম ভেঙ্কি’ এবং ‘বিগ গার্লস ডোন’সহ একাধিক সিরিজে অভিনয় করেছেন।
২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ভাষার কাজগুলোর মধ্যে ‘সাইয়ারা’ প্রথম দিনের আয় অনুসারে চতুর্থ অবস্থানে রয়েছে। এর আগে রয়েছে ভিকি কৌশলের ‘ছাভা’, সালমান খানের ‘সিকান্দার’ এবং অক্ষয় কুমারের ‘হাউসফুল ৫’।