‘বইমেলায় শারীরিক প্রতিবন্ধীদের সেবা দিচ্ছি’

চলছে অমর একুশে গ্রন্থমেলা। মেলায় প্রবেশের পথে টিএসসিতে সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু স্বেচ্ছাসেবী সদস্যকে দেখা যায়। তাঁদের সঙ্গে রয়েছে অনেক হুইল চেয়ার।
এ বিষয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেন সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন,‘তিন বছর ধরে আমরা অমর একুশে গ্রন্থমেলায় শারীরিক প্রতিবন্ধী ও যাঁরা হেঁটে চলাফেরা করতে পারে না তাঁদের হুইল চেয়ারের মাধ্যমে আমরা সেবা দিচ্ছি। মেলার দুই প্রান্ত টিএসসি এবং দোয়েল চত্বরে মোট ১৫টি হুইল চেয়ার নিয়ে সেবা দিচ্ছি আমরা ।’
মো. মোস্তাফিজুর রহমান আরো বলেন, ‘হুইল চেয়ারে করে যতক্ষণ খুশি ততক্ষণ মেলায় ঘোরার সুবিধা আমরা দিয়ে থাকি। সঙ্গে আমাদের একজন সদস্যও থাকেন। শিশুদের জন্য রয়েছে আমাদের বিশেষ চেয়ার। মেলায় আসার পর যেকোনো অভিভাবক তাঁর শিশুকে চেয়ারে বসিয়ে মেলায় নিয়ে যেতে পারবেন। প্রতিদিন বেলা ৩ টা থেকে রাত ৮ টা এবং শুক্রবারে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে আমাদের এই সেবার কার্যক্রম।’
২০১১ সাল থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করছে সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন। পথ শিশুদের শিক্ষা দান এবং পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে সচেতনামূলক কাজ করে এই ফাউন্ডেশন।