মেলায় এসেছে আবিদুল ইসলাম রিমনের ‘হিংসে হয়?’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2019/02/09/photo-1549714015.jpg)
এবারের অমর একুশে গ্রন্থমেলায় এসেছে স্ট্যান্ড আপ কমেডিয়ান ও রম্য লেখক আবিদুল ইসলাম রিমনের প্রথম রম্যগ্রন্থ ‘হিংসে হয়?’। সমসাময়িক প্রেক্ষাপট মাথায় রেখে রম্য গল্প, কৌতুক, ওয়ান লাইনার, স্যাটায়ার, প্যারোডি সমন্বয়ে সাজানো এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান বাংলাদেশ রাইটার্স গিল্ড। বইটির প্রচ্ছদ এঁকেছেন অপূর্ব খন্দকার। বইটি মেলায় বাংলাদেশ রাইটার্স গিল্ডের ২৮৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।
বইটির ফ্ল্যাপে মীরাক্কেল চ্যাম্পিয়ন আবু হেনা রনি বইটি নিয়ে বলেন,’হিংসে হয়?’ নতুন লেখকদের মনে উৎসাহের বীজ বপন করে দেবে এবং স্ট্যান্ড আপ কমেডি চর্চার জন্য এটা একটা হাতিয়ার বা সম্পদ হবে।
বইটি নিয়ে লেখক আবিদুল ইসলাম রিমন বলেন, ‘হিংসে হয়?’ বইটি আমার প্রথম রম্য গ্রন্ত্র।এই বই পুরোটা গতানুগতিক ধারার বাহিরে লেখা। চেষ্টা করেছি, আমি আমার দেখা সমসাময়িক বিভিন্ন বিষয় আপনাদের সামনে হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করতে।বইটি পড়ে হাসবেন কি না জানি না, তবে আপনাদের মন ভালো হবে এই আশা করতেই পারি।