মা হচ্ছেন ক্যাটরিনা

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জীবনের সবচেয়ে বড় খুশির খবর সামাজিক পাতায় শেয়ার করলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল ৷ বেবি বাম্পের ছবি প্রকাশ করে বলিউড তারকা ক্যাটরিনা কাইফ জানালেন, তিনি মা হতে চলেছেন।
আজ (২৩ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে এক ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। বিয়ের চার বছর পর মা হতে চলেছেন ক্যাটরিনা ৷
ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আনন্দ আর কৃতজ্ঞতায় ভরা মন নিয়ে জীবনের সেরা অধ্যায় শুরু করার পথে আমরা।’ ছবিতে ক্যাটরিনাকে সাদা রঙের পোশাকে দেখা গেছে, বেবি বাম্পকে আলতো করে ছুঁয়ে আছেন ভিকি।
ক্যাটরিনা ও ভিকি কৌশল দম্পতি প্রথমবারের মতো বাবা–মা হচ্ছেন। বেশ কিছুদিন ধরেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল ৷ এবার সেই গুঞ্জনের মধ্যেই সিলমোহর দিলেন ক্যাটরিনা-ভিকি ৷ দীর্ঘদিন ধরেই অনুরাগীরা এই খবর পাওয়ার অপেক্ষায় ছিলেন ৷ এই বছরের শেষ দিকে অভিনেত্রীর সন্তান পৃথিবীর আলো দেখবে বলে জানা গেছে।
বেশ কয়েক বছর ধরে প্রেম করার পর ২০২১ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ৷ রাজস্থানে রাজকীয়ভাবে বিয়ে করেন তাঁরা।