‘আরও ভালো কবিতা লিখতে চাই’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2019/02/11/photo-1549887167.jpg)
শায়রা আফরিদা ঐশী লিখেছেন ইংরেজি কবিতার বই ‘অন ডেইজ লাইক দিস’। বইটি প্রকাশ করেছে জার্নিম্যান। অমর একুশে গ্রন্থমেলায় বইটির পরিবেশক পাঞ্জেরী পাবলিকেশন্স। বইটি নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেন অস্ট্রেলিয়া প্রবাসী তরুণ কবি ঐশী।
প্রশ্ন : মেলায় এসে কেমন লাগছে?
শায়রা আফরিদা ঐশী : খুব ভালো লাগছে। আমরা এখানে সবাই পাঠক। বড় পরিবার।
প্রশ্ন : ‘অন ডেইজ লাইক দিস’ বইটি পাঠকপ্রিয় হয়েছে। কেমন লাগছে আপনার?
শায়রা আফরিদা ঐশী : ভীষণ ভালো লাগছে। আমি এতটা আশা করিনি। আন্তর্জাতিক ভাবে বইটি যেমন সাড়া পেয়েছে তেমনি বাংলাদেশেও। আমি সবার কাছে কৃতজ্ঞ। ২১ বছর বয়স আমার যা দেখি নতুন মনে হয়। তাই জীবন ও প্রকৃতি নিয়ে আমার কবিতাগুলো ছড়ানো ছিটানো। আমি মনে করি এটাই উপযুক্ত লেখার সময়।
প্রশ্ন : অটোগ্রাফ দিতে কেমন লাগছে?
শায়রা আফরিদা ঐশী : আমি বহু আগে স্বপ্ন দেখেছিলাম মেলায় অটোগ্রাফ দিব, সেটার এখন বাস্তবায়ন হচ্ছে।
প্রশ্ন : ইউনিভার্সিটি অব মেলবোর্নে আপনি পড়াশোনা করছেন। কবিতাগুলো আপনার বন্ধুরা কী পড়েছেন?
শায়রা আফরিদা ঐশী : বন্ধুরা সবাই অনেক উৎসাহ দিয়েছিল। তাঁরা সবাই বইটি পড়েছিল এবং নিজেরা প্রচারও করেছিল।
প্রশ্ন : লেখালেখি নিয়ে আপনার ভবিষ্যত পরিকল্পনা কী?
শায়রা আফরিদা ঐশী : আরও ভালো কবিতা লিখতে চাই। বাংলাতেও লিখতে চাই। আমার ইংরেজি কবিতাগুলোর বাংলা অনুবাদ করার পরিকল্পনা আছে।