মেলায় এসেছে প্রবাসী সাংবাদিক রাশেদের বই

অমর একুশে গ্রন্থমেলায় এসেছে সৌদি আরবের মদিনা প্রবাসী সাংবাদিক মোহাম্মদ আলীর রাশেদের প্রথম বই ‘প্রবাসীদের খবরের গল্প’।
বইটি প্রকাশ করেছে ঘাসফুল প্রকাশনী। প্রচ্ছদ করেছেন মোহাম্মদ অলিউল্লাহ। বইটি পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানে মেলার ৬১২ নম্বর স্টলে। মূল্য ১৮০ টাকা।
তরুণ সাংবাদিক মোহাম্মদ আলী রাশেদ জানান, বিভিন্ন অনলাইন-প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত প্রবাসীদের নিয়ে তাঁর সংবাদগুলো থেকে বাছাই করে বেশ কয়েকজন সফল প্রবাসীকে নিয়ে এই বইটি সাজিয়েছেন ‘প্রবাসীদের খবরের গল্প’ শিরোনামে। বইটিতে তুলে ধরেছেন মা-মাতৃভূমি ছেড়ে দূর অজানায় কীভাবে সফল হয়েছেন সেই সংগ্রামী বীর প্রবাসীরা। বাংলাদেশের সন্তানরা মরুভূমির তপ্ত বালুতেও ফসল ফলিয়ে প্রমাণ করেছেন মাটির প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসার কথা। যে গল্পগুলো শুনলে নতুনদের প্রবাস জীবনে সফলতার পথ প্রশস্ত হবে। নতুনরা অনুপ্রাণিত হবেন।
সাংবাদিক মোহাম্মদ আলী রাশেদ এনটিভির মদিনা প্রতিনিধি ও মদিনা সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক।
চট্টগ্রামের সন্তান তরুণ এই সাংবাদিক জানান, বইটি পাঠক গ্রহণ করলে প্রবাসীদের নিয়ে আরো বড় পরিসরে কাজ করতে চান তিনি।