মারিয়া সালামের ‘নীলকণ্ঠী’

সাংবাদিক মারিয়া সালাম বই লিখেছেন। ‘নীলকণ্ঠী’ শিরোনামে বইটি এবার প্রকাশ পেয়েছে অমর একুশে গ্রন্থমেলায়। প্রকাশ করেছে কাশবন প্রকাশন। মূল্য ১০০ টাকা।
বইটি সম্পর্কে মারিয়া সালাম বলেন, ‘এখানে মোট ছয়টি গল্প রয়েছে। ছোটগল্পগুলোতে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আমি লিখেছি। রোহিঙ্গা শিশুর গল্পও এখানে আছে। আছে প্রেমের গল্পও। এখন পর্যন্ত পাঠকের ভালো সাড়া পাচ্ছি। ভবিষ্যতে আরো বই প্রকাশ করব।’