মাহফুজুর রহমানের ‘মহাজগতের রঙিন জীবন’

লেখক মাহফুজুর রহমান সায়েন্স ফিকশন লিখেছেন। নাম ‘মহাজগতের রঙিন জীবন’। অমর একুশে গ্রন্থমেলায় বইটি প্রকাশ করেছে তাম্রলিপি। মূল্য ২২০ টাকা। বইটি লেখক উৎসর্গ করেছেন অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালকে।
বইটি থেকে ভালো সাড়া পাচ্ছেন বলে জানান মাহফুজুর রহমান। তিনি বলেন, ‘আশিকুর রহমান গল্পের মূল চরিত্র। উপন্যাস লিখে সে। এক রাতে উপন্যাসের চরিত্রগুলো পাণ্ডুলিপি ছেড়ে বেরিয়ে আসে। আড্ডা দেয়। শুরু হয় অন্য গল্প।’
মাহফুজুর রহমানের অন্য বইগুলোর মধ্যে রয়েছে ‘গুহা থেকে গ্রহান্তরে’, ‘ভিনগ্রহে বসবাস’, ‘দেখা অদেখা মিয়ানমার’, ‘পরি নামে পাহাড়ে’, ‘উড়ে গেলাম ঘুরে এলাম’ ইত্যাদি।